জায়েদ খানকে’ বহিষ্কার দাবিতে এফডিসিতে মানবন্ধন ও মিছিল চলছে , চিত্রনায়ক জায়েদ খানের বহিষ্কারের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মানববন্ধন ও মিছিল করেছেন ১১৩ শিল্পী। এ সময় জায়েদকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান তারা।

এফডিসিতে মানবন্ধন ও মিছিল চলছে জায়েদ খানকে বহিষ্কার দাবিতে
দুপুর পৌনে ২টায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়। সে সময় এফডিসিতে এ মানববন্ধন ও মিছিল হয়। এতে নেতৃত্ব দেন অভিনেত্রী সাদিয়া।সাদিয়া বলন, জায়েদ আমাদের ওপর অকারণেই নিষেধাজ্ঞা জারি করে সদস্যপদ বাতিল করেছে। তিনি আমাদের ওপর জুলুম করেছে। তার জন্য আমার সিনেমার প্রযোজক হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি জায়েদের বহিষ্কারের দাবি জানাচ্ছি।এদিকে দুপুরে অনুষ্ঠিত সংগঠনের মিটিংয়ে জায়েদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

সাইমন সাদিক বলেন, আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। মিটিংয়ে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে সমিতির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক জায়েদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান চিত্রনায়ক সাইমন।

আরও দেখুনঃ

২ thoughts on “এফডিসিতে মানবন্ধন ও মিছিল চলছে জায়েদ খানকে বহিষ্কার দাবিতে”