বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস , ১ বিলিয়ন ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস

বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস। এক সময়ের জনপ্রিয় মোবাইল গেমস অ্যাংরি বার্ডসের মূল প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টকে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস।শুক্রবার (১৪ এপ্রিল) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস , ১ বিলিয়ন ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস

 
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মে মাসের মধ্যেই অ্যাংরি বার্ডসের মূল প্রতিষ্ঠানকে কেনার এ চুক্তি সম্পন্ন হতে পারে।২০০৯ সালে প্রথম অ্যাংরি বার্ডস মোবাইল গেম আসে। তখন বিশ্বজুড়েই তুমুল জনপ্রিয়তা পায় এ গেমটি। কিন্তু ২০১৪ সালের দিকে জনপ্রিয়তা কমতে থাকে গেমটির। এমনকি সে সময় কর্মী ছাঁটাইয়ের ঘটনাও ঘটে। জনপ্রিয়তা কমে যাওয়ার পরেও গেমটি ১০০ কোটি ডলারে কিনতে যাচ্ছে সেগা। তাই এ নিয়ে অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন।
বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস , ১ বিলিয়ন ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস
২০১৬ সালে অ্যাংরি বার্ডস জনপ্রিয়তা ফিরে পেতে নতুন পদক্ষেপও নয়। সে বছর ভিডিও গেমভিত্তিক সিনেমা দ্য অ্যাংরি বার্ডস নিয়ে আসে প্রতিষ্ঠানটি। অ্যানিমেটেড এ সিনেমা সফলও হয়। এখন পর্যন্ত ভিডিও গেম সিনেমা ক্যাটাগরিতে বক্স অফিসে সর্বোচ্চ আয়ে সপ্তম স্থানে রয়েছে সিনেমাটি।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটির সিক্যুয়েল দ্য অ্যাংরি বার্ডস মুভি ২ অবশ্য তেমন সফল হয়নি। সে সময় অ্যাংরি বার্ডসের প্রতিদ্বন্দ্বী গেম ক্যান্ডি ক্রাশের জনপ্রিয়তা বাড়তে থাকে।এদিকে সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে অ্যাংরি বার্ডস মোবাইল গেমটি সরিয়ে নিয়েছে রোভিও। তবে আইফোনে গেমটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে রেড’স ফার্স্ট ফ্লাইট।
বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস , ১ বিলিয়ন ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস
এর আগে ইসরায়েলি প্রতিষ্ঠান প্লেটিকা রোভিও এন্টারটেইনমেন্টকে ৮০ কোটি ডলারে কিনবে বলে একটি চুক্তি করেছিল বলে শোনা গেলেও সে বিষয়ে আরও কোনো কথা শোনা যায়নি।অ্যাংরি বার্ডস মোবাইল গেমটি প্রথম কোনো গেম, যা ১০০ কোটি বার নামানো (ডাউনলোড) হয়েছে। এ ছাড়া রোভিওর দাবি, গত বছর প্রতিষ্ঠানটির সব গেম মিলে ডাউনলোডের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০ কোটি।
আরও দেখুনঃ

২ thoughts on “বিক্রি হচ্ছে অ্যাংরি বার্ডস , ১ বিলিয়ন ডলারে কিনতে যাচ্ছে সেগা স্যামি হোল্ডিংস”

Leave a Comment