কামব্যাকে সাড়া ফেলছেন বিদ্যা বালান। দুই-এক বছর নয়, চার বছর পর রূপালী পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিরতি কাটিয়ে সরাসরি গোয়েন্দা চরিত্রে হাজির হচ্ছেন তিনি। খুনের রহস্য উন্মোচনে দেখা যাবে এ অভিনেত্রীকে।হিন্দুস্তান টাইমসের খবর, অন্নু মেনন পরিচালিত ‘নিয়ত’ সিনেমার মাধ্যমে কামব্যাক করছেন বিদ্যা। তার অভিনীত সবশেষ সিনেমা ছিল ‘মিশন মঙ্গল’। এরপর ওটিটি প্ল্যাটফর্মে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ঠিকই। কিন্তু সেভাবে দর্শকহৃদয়ে দাগ কাটতে পারেননি।

কামব্যাকে সাড়া ফেলছেন বিদ্যা বালান
তবে এবার কামব্যাকের সিনেমায় ভিন্নভাবে দেখা গেল বিদ্যাকে। সবুজ শার্ট, মেরুন রঙের সোয়েটার ও বাদামি রঙের ওভারকোটে দেখা দিয়েছেন। কপালের কাছে ছোট চুল, একটি আয়নার কাছে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আয়নায় সম্ভাব্য অপরাধীর প্রতিফলন দেখা যাচ্ছে। আর তারকার পেছনে বইয়ের তাক।

অভিনেত্রীর প্রকাশ হওয়া লুক স্পষ্ট করছে রহস্যময় মার্ডারের কথা। গোয়েন্দারূপী অভিনেত্রী অপরাধীদের ধরার জন্য প্রস্তুত।

এর আগে ‘ববি জাসুস’ (২০১৪) সিনেমায় গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। সেই সময় সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। এর বাইরেও পর্দায় কয়েকবার গোয়েন্দা চরিত্রে দেখা গেছে তাকে। কখনো সুজয় ঘোষের ‘কাহানি’, আবার কখনো রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমায়।এবার ‘নিয়ত’ সিনেমায় বিদ্যার সঙ্গে দেখা যাবে রাম কাপুর, রাহুল বোস, নীরব কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভিকে।
আরও দেখুনঃ
