আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি কেউ করতে পারবে না: অপু বিশ্বাস । ভালোবাসার সৌন্দর্যটা বোধ হয় এখানেই! প্রিয় মানুষটি যতই দূরে থাকুক তাকে এক অদৃশ্য আবরণে ভালো রাখার দায় নিজেরই। এমন ভালোবাসার বহিঃপ্রকাশে প্রাক্তনের বিপদে নিজেকে সঁপে দেয়ার ইঙ্গিতই দিলেন বড় পর্দার আলোচিত নায়িকা অপু বিশ্বাস।জীবনের মঞ্চে শাকিব খানের পাশে অভিনয়টা চুকিয়ে গেলেও সেখানে থেকে গেছে অদৃশ্য এক চিত্রনাট্য। সাবেকের খাতায় শাকিব নাম লিখালেও অপুর কাছে তিনি সব সময়ই ঘটমান বর্তমান।
এমন প্রেমময় অনুভূতিতে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে নিজের দৃঢ় অবস্থান জানান দেন অপু। দিলেন প্রাক্তনের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি, প্রকাশ করলেন হৃদয়ে সংগোপনে জমে থাকা ভালোবাসার কথা। নিজের সিনেমা ‘লাল শাড়ি’র পাশাপাশি থাকবেন শাকিবের ‘প্রিয়তমা’র পাশেও।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কথা বলেন অপু। তিনি বলেন, ‘শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সম্মুন্নত থাকুক।
আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি কেউ করতে পারবে না: অপু বিশ্বাস
কিন্তু দুয়েকজন তার সিনেমার প্রচারণার এই সময়ে তাকে নিয়ে নানান কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।’


অন্যদিকে, বুবলী নিয়ে আসছেন জোড়া সিনেমা। ‘প্রহেলিকা’য় তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও ‘ক্যাসিনো’তে আছেন নিরব হোসেন। এবারের ঈদে এই অভিনয়ত্রয়ীর পর্দা প্রতিযোগিতা দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা।

