জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া’ বলে দর্শকের চিৎকার

জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া’ বলে দর্শকের চিৎকার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হাস্যরসের শিকার হলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। মঞ্চে পারফর্ম করতে গেলে দর্শকরা তাকে গ্রহণ না করে বরং ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।রোববার (২৫ জুন) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা থেকে যাওয়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, চিরকুট ব্যান্ডের শিল্পী সুমী, তাহসান ও জেমসসহ একঝাঁক তারকা শিল্পী অংশ নেন।

অনুষ্ঠানটি হাজার হাজার দর্শক উপভোগ করেন। শুরুতে দর্শকের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও শেষভাগে এসে বিরক্ত হয়ে পড়েন তারা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম মঞ্চে জায়েদ খানকে আহ্বান করলে তাকে শত শত দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।

 

কোথাও গেলে মেয়েদের মধ্যমণি হই, আমার রাশিটাই এমন : জায়েদ খান

জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া’ বলে দর্শকের চিৎকার

দর্শকের উত্তেজনার মাঝে আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম সবার উদ্দেশ্যে বলেন, বাড়িতে অতিথি আসলে তাকে সম্মান করতে হয়। আমরা নিশ্চয়ই সেটা করব।এরপর অনুষ্ঠানে নবাগত নায়িকা প্রিয়ামনিকে নিয়ে মঞ্চে আসেন জায়েদ খান। তারপর দর্শকরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ তাতে পাত্তা না দিয়ে নৃত্যের পরিবর্তে একটি গানের কয়েক লাইন গাওয়ার পর মঞ্চ থেকে চলে যান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জানা গেছে আগামী ১ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় পর্বেও ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন।

 

কোথাও গেলে মেয়েদের মধ্যমণি হই, আমার রাশিটাই এমন : জায়েদ খান

 

আরও দেখুনঃ

Leave a Comment