ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার ট্রেইনার তারকা জো’ লিন্ডনার মারা গেছেন। শুক্রবার (৩০ জুন) অ্যানিউরিজমের কারণে মৃত্যু হয়েছে এ তারকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।ডেডলাইনের খবর অনুযায়ী জো লিন্ডনারের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে তার বন্ধুরা নিশ্চিত করেছেন।

ইউটিউবের জনপ্রিয় বডিবিল্ডার ট্রেইনার তারকা জো লিন্ডনার মারা গেছেন
জার্মানের তরুণ এই সোশ্যাল স্টারের ইনস্টাগ্রামে ফলোয়ার ছিল ৮৫ লাখেরও বেশি এবং ইউটিউবে তার ভিডিওর ভিউ ৫০০ মিলিয়ন ছিল। তিনি ‘জোসথেটিক্স’ নামে বেশি পরিচিত ছিলেন।এই তরুণ প্রায়ই ফিটনেস বিষয়ে বিভিন্ন টিপস এবং প্রশিক্ষণের পদ্ধতি জানাতেন। যেখানে নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়তেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, লিন্ডনার গার্লফ্রেন্ড নিচার শনিবার (১ জুলাই) ইনস্টাগ্রামে এক পোস্টে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন অ্যানিউরিজমের কারণে মৃত্যু হয়েছে লিন্ডনার।নিচার আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই ঘাড়ে ব্যথা অনুভবের কথা জানিয়েছিলেন লিন্ডনার।

আরও দেখুনঃ
