‘ওপেনহাইমার’ ছবির যৌন দৃশ্য নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া

পরমাণু বোমার জনক রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ছবির একটি যৌন দৃশ্য নিয়ে ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ঐ দৃশ্য সরিয়ে ফেলতে পরিচালক ক্রিস্টোফার নোলানের কাছে চিঠি লিখেছেন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷ ‘ওপেনহাইমার’ মুভিতে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার আগে মূল চরিত্রকে গীতা থেকে শ্লোক উচ্চারণ করতে দেখা যায়। ‘এটি শুধু একশ কোটি সহনশীল হিন্দুর ধর্মীয় বিশ্বাসের উপর সরাসরি আক্রমণ, বরং এটি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সমান,` পরিচালককে পাঠানো চিঠিতে লিখেছেন ভারত সরকারের কেন্দ্রীয় তথ্য কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা উদয় মহুরকর। 

 

‘ওপেনহাইমার’ ছবির যৌন দৃশ্য নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া

‘ওপেনহাইমার’ ছবির যৌন দৃশ্য নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া

চিঠিটি তিনি টুইটারেও প্রকাশ করেছেন৷ মহুরকর বলেন, একজন বিজ্ঞানীর জীবনের ‘এই অপ্রয়োজনীয় দৃশ্য’ ছবিতে অন্তর্ভুক্ত করার কারণ ও যুক্তি পরিষ্কার ছিল না।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ভারতের প্রখ্যাত ডানপন্থি গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ বলছে, মুভিটি হিন্দু সমাজের উপর ‘হামলা শুরুর’ চেষ্টা৷ তারা ঐ দৃশ্য সরিয়ে ফেলারও আহ্বান জানিয়েছে৷

 

‘ওপেনহাইমার’ ছবির যৌন দৃশ্য নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া

 

পরিষদের মুখপাত্র বিনোদ বানসাল বলেন, নির্মাতাদের উচিত বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়া, কারণ তাদের অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে৷

আরও দেখুনঃ

 

Leave a Comment