নাবালিকাকে সিনেমায় সুযোগ দেয়ার প্রলোভনে যৌন হেনস্তা, পরিচালক আটক। শোবিজের চকচকে দুনিয়াকে উপেক্ষা করা কঠিন। বিশেষ করে কোনো পরিচালক যদি কাউকে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তা এড়িয়ে যেতে পারেন না অনেকেই। ভারতের এক অপ্রাপ্তবয়স্ক নারীকে এমন এক প্রতিশ্রুতি দিয়েছেন মালয়ালাম ছবির পরিচালক জাসিক আলি। অই নাবালিকাও এমন প্রলোভনে পড়ে হয়েছেন যৌন হেনস্থার শিকার। কেরালার কোয়িলান্ডি থানায় এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগী অই নাবালিকা।
নাবালিকাকে সিনেমায় সুযোগ দেয়ার প্রলোভনে যৌন হেনস্তা, পরিচালক আটক
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, জাসিক আলি অভিযোগকারী নাবালিকাকে মূলধারার ছবিতে অভিনয়ের সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৩৬ বছর বয়স্ক অই পরিচালক নাকি মেয়েটিকে বলেছেন, তার পরবর্তী ছবিতে নায়িকা ভূমিকায় অভিনয়ের সুযোগ দেবেন। এরপর পরিচালকের কথায় ভরসা করে তার সঙ্গে একাধিক জায়গায় যান ভুক্তভোগী। সেসব স্থানে নিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান অভিযুক্ত পরিচালক।

একাধিকবার এমন ঘটনা ঘটার পর কোয়িলান্ডি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। এরপরই তদন্তে নামে পুলিশ। এফআইআরের কথা জানতে পেরে কেরালার কোঝিকোড়োয় থাকা অভিযুক্ত পরিচালক পালিয়ে যান। বেশকিছুদিন বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন তিনি। অবশেষে কেরালার নাদাক্কভু থেকে পালানোর সময় জাসিক আলিকে আটক করে পুলিশ।

এদিকে দিন কয়েক আগে মুম্বাইয়ে এক কাস্টিং ডিরেক্টরের হাতে হেনস্থার শিকার হন ১৮ বছর বয়সী এক তরুণী। অভিনেত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ করে অভিযুক্ত কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করলে তাকে শারীরিক ঘনিষ্ঠতার প্রস্তাব দেয়া হয়। সে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে তাকে মাথায় আঘাত করেন কাস্টিং ডিরেক্টর। এতে অই তরুণী অজ্ঞান হয়ে গেলে তাকে মৃত মনে করে ফেলে পালিয়ে যান অভিুযুক্ত। পরে জ্ঞান ফিরে আসার পর ভারসোভা থানায় অভিযোগ দায়ের করলে গুজরাটের সুরত থেকে দীপক মালাকার নামক ২৬ বছর বয়সি ওই কাস্টিং ডিরেক্টরকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও দেখুনঃ
