১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, বিশ্বরেকর্ডে বাংলাদেশি তোরসা 

১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, বিশ্বরেকর্ডে বাংলাদেশি তোরসা ।বিশ্বের সবচেয়ে উঁচু যান চলাচলের উপযোগী সড়ক ‘উমলিং লা’। ভারতের লাদাখে অবস্থিত সড়কটির উচ্চতা ১৯ হাজার ২৪ ফুট। এবার সেখানেই অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফ্যাশন শো। গত ২৮ সেপ্টেম্বর ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে শোটি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এটি। এক এক্স বার্তায় এসব তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ভাইব্রেন্ট।

১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, বিশ্বরেকর্ডে বাংলাদেশি তোরসা

‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’ এমন স্লোগান নিয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন শোটি। বিশ্বের ১৪টি দেশের মডেল এই শোয়ে অংশ নেন। এ তালিকায় রয়েছে বাংলাদেশ। এ শোয়ে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ বিজয়ী রাফাহ নানজিবা তোরসা।১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, বিশ্বরেকর্ডে বাংলাদেশি তোরসা

এমন একটি আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত তোরসা। এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও করেছেন তিনি। ওই পোস্টে এই মডেল লেখেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’র মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরও যেন প্রাপ্তি আনতে পারি এ জন্য সবাই দোয়া করবেন।’

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তোরসা আরও বলেন, ‘বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এই ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাবো।’

 

১৯০২৪ ফুট উঁচুতে ফ্যাশন শো, বিশ্বরেকর্ডে বাংলাদেশি তোরসা

 

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় এলেও ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন তোরসা। ২০০৯ সালে বঙ্গবন্ধু শিশুকিশোর প্রতিযোগিতায় লোকনৃত্য বিভাগে প্রথম হন তিনি। এরপর ২০১০ সালে জাতীয় যুব প্রতিযোগিতার ভরতনাট্যম বিভাগে স্বর্ণপদক ও ২০১০ সালে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন এই মডেল অভিনেত্রী। তৌকির আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তোরসা। এছাড়া নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাকে

আরও দেখুনঃ

 

Leave a Comment