মা হলেন সানা খান।ধর্মের টানে অভিনয় ছাড়া বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান মা হয়েছেন। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে নবজাতক ও মা দুজনই ভালো আছেন।বুধবার (৫ জুলাই) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, আল্লাহ আমাদের শিশুর জন্য নিজেদের সেরা সংস্করণ বানিয়ে দিন।
মা হলেন সানা খান
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সানা বলেন, আল্লাহ আমাদের ভাগ্যে একজন পুত্রসন্তান রেখেছিলেন। তিনি আমাদের পরিপূর্ণ করেছেন। আপনাদের সবার কাছে আশীর্বাদ চাই। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে থাকেন অভিনেত্রীর নবজাতককে।

এর আগে চলতি বছরে মার্চে মা হতে যাওয়ার কথা জানিয়েছিলেন সানা। তারপর থেকেই সবাই অপেক্ষায় ছিলেন, কবে মা হবেন বলিউডের এই তারকা। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।এদিকে গত ফেব্রুয়ারিতেই স্বামী নিয়ে ওমরাহ করেছেন সানা। ওমরাহকে বিশেষ আখ্যা দিয়ে সোশ্যালে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ বিশেষ। ইনশাআল্লাহ দ্রুতই সবাইকে বিষয়টি জানাব। আল্লাহ যেন সব সহজ করে দেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসের সঙ্গে বিয়ে হয় সানার। তারপর বলিউডকে বিদায় জানান। ক্যারিয়ারে তামিল, তেলেগু ও হিন্দিসহ পাঁচটি সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স-এর মতো সিনেমায়ও কাজ করেছেন এই অভিনেত্রী।

আরও দেখুনঃ

৪ thoughts on “মা হলেন সানা খান”