ধর্ষণের অভিযোগ ,২০২০ সালে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে স্ত্রী প্রযোজক আলিয়া আলিয়াস জৈনবের দাম্পত্যকলহ মিডিয়ার সামনে আসে। নওয়াজের বিরুদ্ধে মামলার পর সে আগুন নিভে গেলেও মাসখানেক আগে নওয়াজের মা মামলা করলে সে আগুন আবার জ্বলে ওঠে।
স্ত্রী আলিয়ার সঙ্গে অভিনেতা নওয়াজের বিবাদ দিন দিন বেড়েই চলেছে। একের পর এক নওয়াজের বিরুদ্ধে অভিযোগ মিডিয়ার সামনে আনছেন স্ত্রী আলিয়া। শুক্রবার রাতে (২৪ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে স্বামী নওয়াজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তিনি।
কয়েক দিন আগে পারিবারিক কলহ তুঙ্গে ওঠে। জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী ‘আলিয়া। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল বাড়িতে এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলেও নারী নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন আলিয়াকে।
আলিয়ার ধর্ষণের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে
এমন পরিস্থিতিতে কোনো কূলকিনারা না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে অভিযোগ করেন তিনি। এরপরই একের পর এক অভিযোগ সবার সামনে ফাঁস হতে শুরু করে নওয়াজের। দাম্পত্য কলহে কখনও স্ত্রী’ আলিয়া স্বামী নওয়াজের বিরুদ্ধে করেছে গার্হস্থ্য হিংসার মামলা। কখনও স্বামী নওয়াজ স্ত্রী ‘আলিয়ার বিরুদ্ধে করেছে চরিত্রহীনতার অভিযোগ। নওয়াজ দ্বিতীয় সন্তানকে নিজের না বলে অভিযোগ করেছেন আদালতে। কখনওবা পরিচারিকাকে অভিযোগ করতে দেখা গেছে নওয়াজের বিরুদ্ধে। কখনও নওয়াজের মা অভিযোগ এনেছে পুত্রবধূ আলিয়ার বিরুদ্ধে।
তবে এবার সবার সেসব অভিযোগকে ছাপিয়ে এক গুরুতর অভিযোগ করলেন আলিয়া। বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) নওয়াজের বিরুদ্ধে ভারতের ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ করেন তিনি।

এরপর শুক্রবার রাতে ( ২৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কাঁদতে কাঁদতে আলিয়া বলেন, যে সন্তান বড় হয় কীভাবে জানে না, সে সন্তানকে চুরির চেষ্টাও করেছেন এ অভিনেতা।
এখনও তাদের এক সন্তানকে আলিয়ার কাছ থেকে ছিনিয়ে নিতে চান নওয়াজ। ক্ষমতার জোর দেখিয়ে সবার কাছে ভালো বাবা হতে চাইতে এসব করছেন নওয়াজ, এমন অভিযোগও করতে দেখা যায় তাকে। অনেক আগে থেকেই এ ক্ষমতার অপব্যবহার করছে নওয়াজ। ইনস্টাগ্রামের ভিডিওতে এসে এ অভিযোগও করেন স্ত্রী ‘আলিয়া।
আরও দেখুনঃ



১ thought on “আলিয়ার ধর্ষণের অভিযোগ নওয়াজের বিরুদ্ধে”