মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে!

মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ‘অদ্ভূত ফ্যাশন’-এর ছবি-ভিডিও তাকে অনন্য পরিচিতি দিয়েছে।

মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে!

 

নিজের বোল্ড স্টাইলের জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন তিনি। তবে এবার নাকি পোশাকের কারণে তাকে পিটিয়ে মারার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমনটাই দাবি করেছেন উরফি।এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করতে রোববার থানায় গিয়েছিলেন উরফি। অভিযুক্ত ব্যক্তি নাকি পরিচালক নীরাজ পাণ্ডের অফিসে কাজ করেন।

মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে!
উরফি জাভেদ

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন উরফি। তিনি লিখেছেন, “নীরাজ পাণ্ডের অফিস থেকে কেউ একজন আমায় ফোন করেছিলেন। তার দাবি, তিনি নীরজের সহকারী এবং নীরাজ আমার সঙ্গে দেখা করতে চান, সেই বার্তাই তিনি দিচ্ছেন।’

এরপর উরফি সেই ব্যক্তিকে জানান, দেখা করার আগে যে কাজের জন্য ডাকা হচ্ছে, তা নিয়ে বিশদ বিবরণ দিতে। এতেই নাকি খেপে যান সেই তিনি।উরফির দাবি, ওই ব্যক্তি নাকি তাকে বলেছেন তোমার স্পর্ধা মাত্রাধিক! তুমি নীরজকে অসম্মান করেছো।উরফির কথায়, ‘আমাকে বলল, আমার গাড়ির নম্বর জানে। সব কিছু জানে আমার সম্পর্কে। তারপরই বলল, যে ধরনের পোশাক আমি পরি তাতে আমায় পিটিয়ে মেরে ফেলা উচিত। সবটাই হল- আমি দেখা করার আগে বিশদ জানতে চেয়েছিলাম বলে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নীরজ যদিও এখনও অবধি এই পোস্ট নিয়ে কোনো মন্তব্য করেননি। ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’ এবং ‘স্পেশাল ২৬’-এর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক নীরজ। এই প্রথম নয়, আগেও খুনের হুমকি পেয়েছেন উরফি। গত বছর ডিসেম্বরে অশ্লীল ভিডিও পাঠিয়ে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগ নথিভুক্ত হওয়ার পর ঘটনার তদন্ত চলছে এখনও। তার মধ্যে আবার এক অভিযোগ পুলিশের খাতায় নথিভুক্ত করলেন উরফি।

 

মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে!
উরফি জাভেদ

 

আরও দেখুনঃ

 

১ thought on “মেরে ফেলার হুমকি দিলো উরফি জাভেদকে!”

Leave a Comment