ডিজনি স্টার ও পপ গায়িকা কোকো লির মৃত্যু

ডিজনি স্টার ও পপ গায়ক কোকো লির মৃত্যু। হংকংএ জন্মগ্রহণকারী এ পপ তারকার বয়স হয়েছিল মৃত্যুকালে ৪৮ বছর। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে চলে যান। চীনা ও ইংরেজি ভাষায় তার অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে।ডিজনির চীনা ভাষার হিট ছবি মুলানের মূলচরিত্রের কন্ঠও তিনি দিয়েছিলেন। কোকোর বোনেরা জানান যে, রোববার আত্মহত্যার চেষ্টা করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে অচেতন অবস্থায় ছিলেন কয়েকদিন। বুধবার তিনি মারা যান। কয়েক বছর ধরেই কোকো মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন। এক ফেসবুক পোস্টে তার বড় বোন ক্যারোল ও ন্যান্সি একথা জানান।

ডিজনি স্টার ও পপ গায়িকা কোকো লির মৃত্যু

ডিজনি স্টার ও পপ গায়িকা কোকো লির মৃত্যু

তার বোনেরা আরও লিখেছেন, গত ২৯ বছর ধরে কোকো তার গান ও নাচের মাধ্যমে কেবল আমাদেরকে আনন্দ দেয়নি উপরন্তু তিনি চীনা গায়কদের জন্য সঙ্গীতের আন্তর্জাতিক অঙ্গনের নতুন ক্ষেত্র রচনা করে গেছেন।গত নববর্ষের সময় কোকো ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘তিনি জীবন বদলের বড় বাঁধার সম্মুখীন হয়েছেন। ২০২২ সাল ছিল তার জন্য সবচেয়ে কঠিন সময়।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
গত মার্চ মাসে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছিলেন, গত বছর নাচের অনুশীলনের সময় পাওয়া পায়ের আঘাত আবারও তাকে ভোগাচ্ছে। এখন তার কোমর ও উরুতে অস্ত্রোপচার করতে হবে।
ডিজনি স্টার ও পপ গায়িকা কোকো লির মৃত্যু

আরও দেখুনঃ

Leave a Comment