বিয়ের প্রশ্ন করতেই বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি’, কার উদ্দেশে এমন খোঁচা তাপসীর

বিয়ের প্রশ্ন করতেই বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি’, কার উদ্দেশে এমন খোঁচা ‘তাপসীর। এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রচার পছন্দ নয় বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এক সেশনে অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। কাজ থেকে ব্যক্তিগত জীবন— উঠে আসে নানা বিষয়।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সেশনে এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন? এর জবাবে এক মুহূর্তও বিলম্ব না করে তাপসী বলেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা’ হইনি’।’ একই সঙ্গে তিনি বলেন, ‘এখনই বিয়ে করছি না। যখন করব, আপনাদের সবাইকে জানাব।’

 

বিয়ের প্রশ্ন করতেই বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি’, কার উদ্দেশে এমন খোঁচা তাপসীর

বিয়ের প্রশ্ন করতেই বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি’, কার উদ্দেশে এমন খোঁচা তাপসীর

নেহা ধূপিয়া থেকে আলিয়া ভাট— এই সময়ের বলিউডের একাধিক অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তা হলে কি এই জবাবের মধ্যে দিয়ে নিজের সহকর্মীদের খোঁচা মারলেন তাপসী! ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বোয়ের সঙ্গে গত ৯ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাপসী। অভিনেত্রী নিজেই জানিয়েছেন বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তাদের।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এক সাক্ষাৎকারে তাপসী জানান, যখন সন্তান নেয়ার চিন্তাভাবনা করবেন, তখনই বিয়ের কথা ভাববেন। তবে আপাতত তেমন সম্ভবনা নেই। দিন কয়েক আগেই প্রেমিকের সঙ্গে লম্বা ছুটিতে গিয়েছিলেন তাপসী।

 

বিয়ের প্রশ্ন করতেই বললেন, ‘আমি তো অন্তঃসত্ত্বা হইনি’, কার উদ্দেশে এমন খোঁচা তাপসীর

 

মাথিয়াসের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে আগেই জানিয়েছিলেন তাপসী। বলেছিলেন ‘বরাবরই বলিউড ইন্ডাস্ট্রির বাইরের কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চেয়েছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকেই এমন একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হয়, যার সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি।’

আরও দেখুনঃ

Leave a Comment