বাগদান সারলেন আরমান মালিক, কনে বিউটি ব্লগার

বাগদান সারলেন আরমান মালিক, কনে বিউটি ব্লগার। ভারতীয় সংগীত তারকা আরমান মালিক সম্প্রতি বাগদান ‘সম্পন্ন করেছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা স্রফের আঙুলে অবশেষে আংটি পরালেন তিনি। আশনা একজন জনপ্রিয় বিউটি ব্লগার ও ইউটিউবার। ২০২৩ সালে তিনি ভারতের কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার উপাধি অর্জন করেন তিনি। 

 

বাগদান সারলেন আরমান মালিক, কনে বিউটি ব্লগার

বাগদান সারলেন আরমান মালিক, কনে বিউটি ব্লগার

২৮ আগস্ট সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে বাগদানের ছবি শেয়ার করেছেন আরমান। সেখানে তাকে হাঁটু গেঁড়ে আশনাকে প্রপোজ করতে দেখা যায়। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের চিরকালের শুরু।’ এর কমেন্ট বক্সে শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন তাদের ভক্ত ও শুভাকাক্সক্ষীরা। 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

আরমান মালিক একটি আপাতবাস্তব অনুষ্ঠান থেকে উঠে এলেও তিনি সংগীত পরিবারেরই সন্তান। তার বাবা গায়ক এবং সঙ্গীত পরিচালক দেবু মালিক এবং তার ভাই সঙ্গীত পরিচালক আমাল মালিক। এছাড়াও তিনি খ্যাতনামা সঙ্গীত পরিচালক অনু মালিক এর ভাগ্নে।

 

বাগদান সারলেন আরমান মালিক, কনে বিউটি ব্লগার

 

আরও দেখুনঃ

 

Leave a Comment