নায়িকাকে ভরা মজলিসে চুমু দিলেন পরিচালক। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার প্রকাশ অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত অসংখ্য মানুষ, সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা। আর সেই অনুষ্ঠানে ভরা মজলিসেই ঘটে গেল হইচই কাণ্ড! অনুষ্ঠানে যেন পরিচালক একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়লেন। ফটোশুটে হঠাৎ করেই মঞ্চে থাকা নায়িকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেলেন।
নায়িকাকে ভরা মজলিসে চুমু দিলেন পরিচালক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের ঘরে আসতে থাকে কটাক্ষ। যে অভিনেত্রীর সঙ্গে এমনটা হয়েছে তিনি মান্নারা চোপড়া। বলিউডের অন্যতম নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন তিনি।

এদিকে মান্নারাকে যিনি চুমু দিয়েছেন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা পরিচালক এ এস রবি কুমার চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঞ্চে হঠাৎ করে প্রকাশ্যে এভাবে চুমু দেয়ায় স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছিলেন মান্নারা। যা তার অভিব্যক্তিতে প্রকাশ পেয়েছে অনুষ্ঠানে।

নেটিজেনরা বলছেন, ক্যামেরার সামনে পরিচালকের এমনটা করা ঠিক হয়নি। আবার কেউ বলছেন, নায়িকার এক্সপ্রেশন স্পষ্ট করছে তার আপত্তির কথা। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

মান্নারা ইতোমধ্যে কয়েকটি হিন্দি, তেলেগু ও তামিল সিনেমায় কাজ করেছেন। আর পরিচালক রবি কুমারের এই তেলেগু সিনেমা ‘তিরাগাবাদারা সামি’ শিগগিরই মুক্তি পাবে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মান্নারা।
Director AS Ravi kumar chowdary kissed Heroine #Mannarachopra in front of media. pic.twitter.com/DVN5w5J9RQ
— SRCINEMAS (@SR_CINEMAS) August 28, 2023
আরও দেখুনঃ
