সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!।জীবন কারও জন্য থেমে থাকে না। হয়তো খানিক সময়ের জন্য থমকে যায়। কিন্তু রেশ কেটে গেলেই চলতে শুরু করে। তেমনটাই হলো বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ক্ষেত্রে। সুশান্তের মৃত্যু হয়েছে তিন বছর হলো। শোনা যাচ্ছে, এরইমধ্যে প্রেমিকের শোক কাটিয়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন রিয়া।

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!

কানাঘুষা চলছে, রিয়া নাকি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেই ব্যবসায়ীর নাম নিখিল কামাত। এর আগে ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন এক বিদেশিকে। সেই বিয়ে টেকেনি। তারপর বিশ্ব সুন্দরী মানষী চিল্লারের সঙ্গে কিছুদিনের সম্পর্ক ছিল নিখিলের। তাদের নাকি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। সেই তৃতীয় ব্যক্তি আর কেউ নন রিয়া চক্রবর্তী।

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!

বেশ কিছুদিন আগে নিখিলের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে রিয়াকে। এখন তার সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছে রিয়ার। তারা নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়েছেন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিয়া।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অবশ্য মাস ছয়েক আগেও বান্টি সাজেদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল রিয়ার। সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে নাজেহাল হতে হয়েছিল তাকে। প্রেমিকের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল তার। এরপর নিন্দা-কটাক্ষ, হাজতবাস- একের পর এক ধাক্কায় এলোমেলো হয়ে গিয়েছিল তার জীবন। এ সময় রিয়ার পাশে দাঁড়ান বান্টি। বাড়িয়ে দেন সহানুভূতির হাত। ধারণা করা হয়েছিল বান্টির সেই ঋণ পরিশোধ করতেই রিয়া নিজের হৃদয় তুলে দিয়েছেন তার হাতে।

 

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!

আরও দেখুনঃ

Leave a Comment