আফরান নিশো একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। ২০০৩ সাল থেকে তিনি ৮০০টিরও বেশি টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে তিনি নতুন নতুন রুপে পর্দায় উপস্থাপন করেন। এজন্যই ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
আফরান নিশো

প্রারম্ভিক জীবন
নিশোর বাবা মো. আবদুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা ।নিশো ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এস.এস.সি. পাস করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন।

কর্মজীবন
অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান “টকিজ” স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। (২০০৩)। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন। গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে এ ভুবনে আসেন তিনি (২০০৬)।

নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকঃ
- অপেক্ষার ফটোগ্রাফি
- আঁধার ও আলো
- বাদল দিনের প্রথম কদম ফুল
- চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর
- লোটাকম্বল,বিয়ে পাগল
পুরস্কার ও মনোনয়ন
- মেরিল-প্রথম আলো পুরস্কার
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড
- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
আরও দেখুনঃ

৩ thoughts on “আফরান নিশো । মডেল এবং অভিনেতা”