আফসানা আরা বিন্দু । মডেল এবং অভিনেত্রী

আফসানা আরা বিন্দু বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। বিন্দু জন্ম গ্রহন করেন ১৪ জানুয়ারী ১৯৮৮। বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬ থেকে চলচ্চিত্রে আগমন করেন। বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলেও বড় পর্দায় অভিনয় করেও সুনাম অর্জন করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল “দারুচিনি দ্বীপ”। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় স্নাতক।

আফসানা আরা বিন্দু

অভিনয় জীবন

বিন্দু লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন। বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ূন আহমেদের “দারুচিনি দ্বীপ” ছিল ব্যবসায়িকভাবে সফল। ধীরে ধীরে তিনি মডেল এবং উপস্থাপক হিসেবেও খ্যাতি লাভ করেন। এরপর জাগো তার আরও একটি ব্যবসাসফল চলচ্চিত্র। বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপণ চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ অভিনীত “এইতো প্রেম” চলচ্চিত্রটি গত ১৩ মার্চ ২০১৫ সালে মুক্তি পায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পুরস্কার এবং মনোনয়ন

  • সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
  • ২০১১ – সেরা টিভি অভিনেতা

 

 

চলচ্চিত্র সমূহ:

বছরছবির নামভূমিকাসহশিল্পীউল্লেখযোগ্য
২০০৬দারুচিনি দ্বীপআনুসকারিয়াজপ্রথম চলচ্চিত্র এবং পরিচালকঃ তৌকির আহমেদ
২০১০জাগোফেরদৌস আহমেদ, আরেফিন শুভপরিচালকঃ খিজির হায়াত খান
২০১১পিরিতের আগুন জলে দ্বিগুনইমন, শাবনূরপরিচালকঃ পি এ কাজল
২০১৫এইতো প্রেমমাধবীশাকিব খানপরিচালকঃ সোহেল আরমান

 

আরও দেখুন:

Leave a Comment